Logo
×

Follow Us

এশিয়া

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ১৪:১৭

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৭

ছবি: আল জাজিরা

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে সাতজন নিহত ও আরো সাতজন আহত হয়েছেন। 

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালের ব্যস্ততম সময়ে এ হামলার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমী বলেন, কাবুল বিমানবন্দরের উত্তরে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি এলাকায় এই গাড়ি বোমার বিস্ফোরণে ঘটানো হয়। নিহতরা সবাই বেসামরিক লোক।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এক আত্মঘাতী হামলাকারী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় এবং এই হামলার লক্ষ্য ছিল সরকারি লোকদের বহনকারী গাড়ি।

২০১৬ সালে পশ্চিমা নাগরিক অপহরণ ও জিম্মি করার অপরাধে আটক উচ্চপর্যায়ের তিন তালেবান বন্দির মুক্তি দেয়ার ঘোষণা আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির দেয়ার একদিন পরে এই হামলা চালানো হলো।

এই তিন তালিবান বন্দী হলেন- আনাস হাক্কানী, তার বড় ভাই উপপ্রধান তালেবান নেতা ও হাক্কানী নেটওয়ার্কের প্রধান এবং অপর এক তালেবান নেতা। -এএফপি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫