Logo
×

Follow Us

এশিয়া

সরকারবিরোধী বিক্ষোভের আগে ইরানে ইন্টারনেট বন্ধ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪৯

সরকারবিরোধী বিক্ষোভের আগে ইরানে ইন্টারনেট বন্ধ

ছবি: বিবিসি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের আগে বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এই বিক্ষোভ  হওয়ার কথা।

বিবিসি পার্সিয়ানের দর্শক, পাঠক ও শ্রোতারা জানিয়েছেন, তাদের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে ইন্টারনেট ব্যবহারের হার হ্রাস পেয়েছে।

আধা-সরকারি ইরানি সংবাদ সংস্থা ইলনা দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেয়া হয়েছে।

গতমাসে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হওয়া বিক্ষোভের সময় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে যারা নিহত হয়েছে, তাদের স্মরণে নতুন বিক্ষোভের আহ্বান জানানোর পর ইন্টারনেট বন্ধের এই সিদ্ধান্ত এলো।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যশনাল দাবি করছে, গতমাসে চলা বিক্ষোভের সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর টানা কয়েকদিনের অভিযানে অন্তত ৩০৪ জন মারা গেছে ও কয়েক হাজারের বেশি গ্রেফতার হয়েছে।

নাম প্রকাশ না করে কয়েকজন সরকারি কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় দেড় হাজার।

নভেম্বরে ইরানের সরকার জালানি তেলের দাম ৫০% বাড়ানোর ঘোষণা দিলে ইরানের বিভিন্ন শহর ও শহরতলীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি বাতিল করার পর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। তারপর থেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে ইরানের অর্থনীতি। -বিবিসি


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫