
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। ছবি- বিবিসি
পাম তেল রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার জেরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর জনপ্রিয়তায় ধস নেমেছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১৯ মে) দেশটির ইনডিকেটর পলিটিক ইন্দোনেশিয়া এক জরিপে এ তথ্য জানায়।
এর আগে গত ২২ এপ্রিল স্থানীয় বাজারে তেলের দাম কমানোর উদ্দেশ্যে পাম তেল রপ্তানি নিষিদ্ধের ঘোষণা দেন জোকো উইদোদো।
এ ঘটনার পর থেকেই দিন দিন তিনি জনপ্রিয়তা হারাচ্ছেন বলে ওই জরিপে জানানো হয়।
এ জরিপে দেখা যায়, মে মাসে জোকো উইদোদোর সমর্থন ৫৮ দশমিক ১ শতাংশে নেমে গেছে।
তারা আরো জানিয়েছে, পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞাকে দেশটির জনসাধারণ সমর্থন জানিয়েছে। তবে জোকো উইদাদো ইন্দোনেশিয়ার স্থানীয় বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে সফল হতে পারেননি। এ কারণেই তার জনপ্রিয়তা কমে যাচ্ছে।
১২০০ জনের ওপর করা জরিপে দেখা গেছে যে প্রায় ৯০% পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে। ৭২% এর বেশি বলেছেন রান্নার তেলের দাম একেবারেই সাশ্রয়ী নয়।
২০১৫ সালের ডিসেম্বরের পর জোকো উইদাদোর জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। তখন ৫৩% নেমেছিল তার জনসমর্থন। চলতি বছরের এপ্রিলের মধ্যেই ১২ পয়েন্ট হারান তিনি।
ইন্দোনেশীয় বাণিজ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, গত বৃহস্পতিবার (১২ মে) পর্যন্ত দেশটিতে প্রতি লিটার ভোজ্যতেলের দাম গড়ে ১৬ হাজার ৬০০ রুপিয়া ছিল। প্রতি লিটার ভোজ্যতেলের দাম গড়ে ১৪ হাজার রুপিয়াতে নামলে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।