Logo
×

Follow Us

এশিয়া

ঘরভর্তি শুধু অর্থ, গুনতেই হিমশিম তদন্তকারীরা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৪:৩১

ঘরভর্তি শুধু অর্থ, গুনতেই হিমশিম তদন্তকারীরা

বিছানাভর্তি টাকা (ছবি : সংগৃহীত)

ঘরে ঢুকে তাজ্জব তদন্তকারী কর্মকর্তরা। বিছানার তোশকের তলায়, দেওয়ালের তাকে, ঘরময় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১০০ থেকে ২০০০ রুপির নোট। চারদিকে শুধু অর্থ আর অর্থ! এত অর্থ এলো কোত্থেকে?

ভারতের পাটনার এক ড্রাগস ইনস্পেক্টরের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে তল্লাশি চালানো হয়। তার ঘরেই মিলেছে এত পরিমাণ অর্থ।  

শনিবার (২৫ জুন) বিহারে ড্রাগস ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে তাজ্জব ভিজিল্যান্স কর্তারা। শুধু নোট গুনতেই তাদের গেল কয়েক ঘণ্টা। তবুও কী পরিমাণ অর্থ ওই অফিসারের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে তার নির্দিষ্ট হিসাব দিতে পারেননি অফিসাররা।

সূত্রের খবর, হিসাব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পটনার ড্রাগস ইনস্পেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই ইনস্পেক্টরের বাড়ি থেকে এত নগদ অর্থ পেয়ে বিস্মিত কর্মকর্তরা। ঘরের যত্রতত্র গোছা গোছা ১০০ এবং ,০০০ রুপির নোটের বান্ডিল মিলেছে। তদন্তকারীরা সেই টাকার হিসেব করতে বসে পড়েন জিতেন্দ্রর ঘরের বিছানায়। পুরো খাট জুড়ে অর্থ বিছিয়ে হিসেব কষতে বসেন তারা। নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ গয়নাগাটি উদ্ধার হয়েছে। এর বেশির ভাগ রুপার। দুটো বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

ওই ড্রাগস ইনস্পেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনায় বিহারের প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫