Logo
×

Follow Us

এশিয়া

প্রেমিককে হত্যা করে লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘুরছিলেন প্রেমিকা!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ১৪:৫৫

প্রেমিককে হত্যা করে লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘুরছিলেন প্রেমিকা!

ফাইল ছবি

অবিশ্বাস্য ও লোমহর্ষক এক ঘটনার জন্ম দিয়েছেন প্রীতি শর্মা নামের এক তরুণী। যে ঘটনার কথা শুনলে শরীরের লোম খাড়া হয়ে যাওয়ার উপক্রম হবে বৈ ত নয়। 

প্রীতির সাথে সম্পর্ক ছিলো ফিরোজ ওরফে চোয়ান্নি নামে এক তরুণের। দীর্ঘদিনের সম্পর্ক তাদের। কিন্তু প্রীতিকে বিয়ে করতে চাননি চোয়ান্নি। এর জেরে গলা কেটে প্রেমিককে হত্যা করে লাশ ট্রলি ব্যাগে নিয়ে ঘোরার অভিযোগ উঠেছে এক প্রীতির বিরুদ্ধে। 

ভারতের গাজিয়াবাদে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

জানা গেছে, প্রীতি শর্মা চার বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদের পর চোয়ান্নির (২৩) সাথে বসবাস করছিলেন।

স্থানীয় সময় গত রবিবার মধ্যরাতে রুটিন চেকিংয়ের সময় ওই তরুণীকে ট্রলি ব্যাগটি ঠেলে নিয়ে যেতে দেখতে পায় পুলিশ। এক নারী কনস্টেবলের তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর লাশটি খুঁজে পায় বলে পুলিশ জানিয়েছে।

পরে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময় প্রীতি স্বীকার করেন যে, লাশটি তার প্রেমিকের। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যা করেছেন তিনি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫