
ছবি- সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশের মোরেনা জেলা হাসপাতালে মাথায় আঘাত পাওয়া এক নারীর ব্যান্ডেজ খুলে তো রীতিমতো হতবাক চিকিৎসক। কারণ ওই নারীর ব্যান্ডেজের নিচে ছিল কনডমের প্যাকেট।
আজ শনিবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানান হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর নাম রেশমা বাই। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তাকে মোরেনার পোর্সা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথার রক্তপাত বন্ধ করার জন্য তুলার পাশাপাশি একটি কনডমের প্যাকেট বেঁধে দেওয়া হয়েছিল। আঘাতের তীব্রতার কারণে পরে তাকে মোরেনার জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক ব্যান্ডেজ খুলে কনডমের প্যাকেটটি দেখতে পান।
স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এ ঘটনার পর পোর্স কমিউনিটি হেলথ সেন্টারে যে ব্যান্ডেজটি করেছিল তাকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।