Logo
×

Follow Us

এশিয়া

ব্যান্ডেজ খুলতেই মিললো কনডমের প্যাকেট!

Icon

ডেস্ক রিপোট

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ২৩:৫৯

ব্যান্ডেজ খুলতেই মিললো কনডমের প্যাকেট!

ছবি- সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের মোরেনা জেলা হাসপাতালে মাথায় আঘাত পাওয়া এক নারীর ব্যান্ডেজ খুলে তো রীতিমতো হতবাক চিকিৎসক। কারণ ওই নারীর ব্যান্ডেজের নিচে ছিল কনডমের প্যাকেট।

আজ শনিবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানান হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর নাম রেশমা বাই। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তাকে মোরেনার পোর্সা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথার রক্তপাত বন্ধ করার জন্য তুলার পাশাপাশি একটি কনডমের প্যাকেট বেঁধে দেওয়া হয়েছিল। আঘাতের তীব্রতার কারণে পরে তাকে মোরেনার জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক ব্যান্ডেজ খুলে কনডমের প্যাকেটটি দেখতে পান।

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এ ঘটনার পর পোর্স কমিউনিটি হেলথ সেন্টারে যে ব্যান্ডেজটি করেছিল তাকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫