
প্রতীকী ছবি
চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশে ঘর সংসারে সময় না দিয়ে মাছ ধরে বেড়ানোর স্বভাবের কারণে স্বামীকে তালাক দিয়েছেন এক নারী।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হংকংভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ১০ বছর আগে সান ও ঝাং দম্পতি বিয়ে করেন। কিন্তু স্বামী সান কখনোই সংসারে সময় দিতেন না। এ নিয়ে স্ত্রী তাকে বারবার সতর্ক করলেও তাতে কর্ণপাত করেননি। অবশেষে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন স্ত্রী। আবেদন করেন তালাকের।
সংবাদমাধ্যমটি বলছে, আইনি প্রক্রিয়া শুরু হলেও স্বামী সেখানে যাননি। কারণ তিনি তখনও মাছ ধরতেই ব্যস্ত ছিলেন।
সোমবার বিবাহবিচ্ছেদের কার্যক্রম শুরু হলেও সান সেখানে অনুপস্থিত ছিলেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের খবর বলছে, মাছ ধরা নিয়ে ব্যস্ততার কারণেই তিনি শুনানির সময় ভুলে গেছেন। পরে আদালতের পক্ষ থেকে বিষয়টি মনে করিয়ে দেওয়ার পর তিনি আদালতে হাজির হন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, স্ত্রীর অভিযোগের কারণে বেশ বিরক্ত হন সান এরপর তিনিও বিবাহবিচ্ছেদে রাজি হন।
এদিকে এ ঘটনায় অবাক হয়েছেন বিচারক। তার মতে, মাছ ধরা খারাপ কাজ না হলেও এতে এতো ব্যস্ত থাকা উচিৎ নয়।