Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জাপানে ২২ পর্যটকসহ নৌকা নিখোঁজ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১৬:৩৬

জাপানে ২২ পর্যটকসহ নৌকা নিখোঁজ

পর্যটকবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ছবি- বিবিসি

জাপানের হোক্কাইদো দ্বীপের উত্তরাঞ্চলে একটি পর্যটকবাহী নৌকা ডুবির ঘটনায় ২২ জন পর্যটক নিখোঁজ রয়েছেন।

আজ শনিবার (২৪ এপ্রিল) দেশটির উপকূলরক্ষী বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, ২৬ আরোহীসহ নৌকাটি ডুবে যাওয়ার ঘটনার আগে তারা সাহায্যের জন্য বার্তা দিয়েছিল। এরপরেই তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। পরে চারজনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজু-১ নামের ওই নৌকাটি শিরেটোকো উপদ্বীপের চারপাশে পর্যটকদের নিয়ে তিন থেকে ঘণ্টার ভ্রমণে বের হয়েছিল। ওই এলাকা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত।

সেখানে তিমি এবং বিভিন্ন সামুদ্রিক বিভিন্ন প্রাণি দেখার জন্য নৌকায় করে ঘুরে বেড়ান পর্যটকরা এবং এটা খুব জনপ্রিয়।

উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নিখোঁজ নৌকাটি উদ্ধারে টহল নৌকা, পুলিশ সদস্য এবং উদ্ধারকাজে সহায়তায় সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। এই উদ্ধারকাজে স্থানীয় মাছ ধরার নৌকাগুলোও সহযোগিতা করছে।

ওই নৌকার ২৬ আরোহীর মধ্যে দুই ক্রু ছিলেন। এছাড়া দুই শিশুও নিখোঁজ হয়েছে। তীব্র ঢেউয়ের কারণেই নৌকাটি নিখোঁজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই নৌকার আরোহীরা সবাই লাইফ জ্যাকেট পরা ছিলেন বলে জানানো হয়েছে।

সূত্র- বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫