Logo
×

Follow Us

আন্তর্জাতিক

এটিএম বুথ থেকে বের হচ্ছে ৫ গুণ টাকা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুন ২০২২, ২০:৩২

এটিএম বুথ থেকে বের হচ্ছে ৫ গুণ টাকা

প্রতীকী ছবি

এটা যেন মেঘ না চাইতেই বৃষ্টি। যত টাকা লেখা হচ্ছে ঠিক তার পাঁচ গুণ বের হচ্ছে এটিএম বুথ থেকে। বিষয়টি অবাক লাকলেও বাস্তবে এমনটাই ঘটেছে ভারতের নাগপুরে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে বুথের বাইরে টাকা তোলার হিড়িক পড়ে যায়।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, নাগপুরের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে ৫০০ টাকা তুলে মেশিনে চাপ দিলে ২ হাজার ৫০০ টাকা বের হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর মানুষ ওই বুথের সামনে ভিড় করতে থাকেন। একপর্যায়ে সেখানে ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। পরে ব্যাংকের এক গ্রাহক পুলিশকে খবর দিলে পুলিশ এসে এটিএম বুথটি বন্ধ করে দেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করে।

পুলিশ বলছে, ওই বুথে ১০০ টাকার রাখার বদলে ভুল করে ৫০০ টাকার নোট রাখা হয়। এতেই এ ঘটনা ঘটে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫