প্রতীকী ছবি
ভারতের সাত নাগরিককে বহনকারী একটি হেলিকপ্টার আরব সাগরে জরুরি অবতরণ করেছে।
আজ মঙ্গলবার (২৮ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মাঝ আকাশে বিপত্তি ঘটনায় হেলিকপ্টারটির জরুরি অবতরণ করানো হয়েছে। ইতোমধ্যে ৬ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে।
হেলিকপ্টারটিতে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানির (ওএনজিসি) ৬ কর্মকর্তা ছাড়া দুইজন পাইলট ছিলেন। যে স্থলে হেলিকপ্টারটি অবতরণ করেছে সেটি মুম্বাই থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে অবস্থিত। এই ধরনের চপারে পানিতে অবতরণে ফ্লটার (ভাসার যন্ত্র) থাকে।
উদ্ধারকাজ পরিচালনার জন্য ভারতের কোস্ট গার্ডের একটি জাহাজ এবং মুম্বাই থেকে আরেকটি জাহাজ রওনা দিয়েছে।