Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মারা গেলেন গুলিবিদ্ধ শিনজো আবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ১৫:১৪

মারা গেলেন গুলিবিদ্ধ শিনজো আবে

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান এনএইচকে বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার (৮ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দেশটির নারা শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবে গুলিবিদ্ধ হন।

বার্তা সংস্থা এএফপি এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানায়,  জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবে নারা অঞ্চলের কাশিহারা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা  গেছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানান, শিনজো আবে যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। সেসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলিতে ৬৭ বছর বয়সী শিনজো আবের ঘাড়ের ডান পাশে এবং বাম কলারবোনে আঘাত লাগে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫