Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভারতে অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশি আটক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ২১:৫২

ভারতে অনুপ্রবেশের সময় ৬ বাংলাদেশি আটক

ছবি- সংগৃহীত

ভারতে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে ৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে ভারতের পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে ওই ৬ বাংলাদেশি ভারতে ঢুকেছিলেন। ওই সময় সেখানে কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের দেখতে পান।

আটকের পর বিএসএফ তাদের স্বরূপনগর থানা-পুলিশের হাতে তুলে দেয়। কী কারণে তাঁরা সীমান্ত পার হচ্ছিলেন তা এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছে কোনো বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। কী উদ্দেশ্য নিয়ে তারা ভারতে ঢুকছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আজ শুক্রবার (৮ জুলাই) তাদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক প্রত্যেককে ১৪ দিনের কারাদণ্ড দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫