ভারতে নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে পড়ে ৭ শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৩

ছবি- সংগৃহীত
ভারতের আহমেদাবাদে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ শ্রমিক ।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়, ভবনটির সাত তলা থেকে লিফট ছিঁড়ে পড়লে ঘটনাস্থলেই সাতজন মারা যান। গুরুতর আহত অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক। লিফটের ভেতরে তারা আটজনই ছিলেন।
জানা গেছে, গুজরাট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই ওই বহুতল ভবনটির কাজ চলছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার মৃতদের নাম জানিয়েছে। তারা হলেন- সঞ্জয়ভাই বাবুভাই নায়ক, জগদীশভাই রমেশভাই নায়ক, অশ্বিনভাই সোমভাই নায়ক, মুকেশ ভারতভাই নায়ক, মুকেশভাই ভারতভাই নায়ক, রাজমল সুরেশভাই খরদি এবং পঙ্কজভাই শঙ্করভাই খরদি।