Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৪

জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১

ছবি- সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে যাত্রী বোঝাই একটি বাস গভীর খাদে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বাসটি সজিয়ান থেকে মান্ডি যাওয়ার পথে পুঞ্চ জেলার বারেরি নালার কাছে এ দুর্ঘটনা ঘোটে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা গুরুতর।

এমন পরিস্থিতিতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন বলেও জানা গেছে।

এক টুইট বার্তায় জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, পুঞ্চের সাজিয়ান সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাতে চাই। প্রার্থনা করছি যাতে আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক।

নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পুলিশ ও বেসামরিক কর্তৃপক্ষকে সর্বোত্তম ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সিনহা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫