Logo
×

Follow Us

এশিয়া

হিমাচল প্রদেশে গাড়ি খাদে পড়ে ৭ পর্যটক নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৮

হিমাচল প্রদেশে গাড়ি খাদে পড়ে ৭ পর্যটক নিহত

ছবি- সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে আরো ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বারাণসীর তিন শিক্ষার্থীও রয়েছেন।

গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুল্লু জেলার বানজার সাব ডিভিশনের ঘিয়াঘি এলাকায় পর্যটকবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ পর্যটকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দাদের কাজ থেকে খবর পেয়ে উদ্ধার কাজে নামে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় হতাহতরা ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। এরই মধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। 

মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক ও হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫