মৃত্যুদণ্ডের সাজা ও আজীবন কারাদণ্ড বাতিলে একটি আইন পাস হয়েছে মালয়েশিয়ার পার্লামেন্টে। খবর রয়টার্সের।
আজ সোমবার (৩ এপ্রিল) পাস হওয়া সংশোধনীতে মৃত্যুদণ্ডের বিকল্পে বেত্রাঘাত এবং ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি এখন সংসদের উচ্চকক্ষে (দেওয়ান নেগারা) যাবে এবং সর্বশেষে রাজার সম্মতিতে আইনে পরিণত হবে।
মালয়েশিয়ায় ২০১৮ সালে থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ রয়েছে। মৃত্যুদণ্ডের সাজা পুরোপুরি বাতিলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। কিন্তু দেশটির বিভিন্ন রাজনৈতিক মহলের চাপের মুখে সরকার তা পরিবর্তন করতে পারেনি।
এ নিয়ে সোমবার (৩ এপ্রিল) পার্লামেন্টে আলোচনায় বসে সংসদ সদস্যরা। পাস হওয়া সংশোধনীতে মৃত্যুদণ্ডের বিকল্পে রয়েছে বেত্রাঘাত। মালয়েশিয়ার আইনে ৩০ বছরের যাবজ্জীবনের সাজা বহাল থাকছে।
সংশোধনীতে হত্যা ও মাদক পাচারসহ বর্তমানে মৃত্যুদণ্ডযোগ্য ৩৪টি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এদের মধ্যে ১১টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক শাস্তি ছিলো। হত্যা বাদে অপহরণ ও অস্ত্র পাচারের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা বাতিল করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh