Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গুরুতর আহত হয়ে হাসপাতালে মমতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ২২:৩০

গুরুতর আহত হয়ে হাসপাতালে মমতা

রক্তাক্ত অবস্থায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত

নিজ বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎক্ষণিকভাবে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতাল সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম আনন্দবাজার জানায়, তার কপালে সেলাই করা হবে। তার দল তৃণমূলের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে।

তৃণমূল সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই পড়ে যান তিনি।

মমতার ঘনিষ্ঠ সূত্র জানায়, পড়ে যাওয়ার পর তার কপাল ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। সঙ্গে সঙ্গেই তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে বর্তমানে উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্র- আনন্দবাজার

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫