রাষ্ট্রীয় মর্যাদায় হবে রতন টাটার শেষকৃত্য, মহারাষ্ট্রে একদিনের শোক

ভারতীয় শিল্পপতি রতন টাটার শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। এদিকে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) তার সম্মানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে একদিনের শোক ঘোষণা করেছেন। গতকাল বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৬ বছর।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রতন টাটাকে শ্রদ্ধা জানাতে মহারাষ্ট্রের সরকারি অফিসগুলোতে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া আজকে নির্ধারিত অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।   

আজ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রতন টাটার মরদেহ মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে (এনসিপিএ) রাখা থাকবে। সেখানে সাধারণ মানুষও তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। বিকালে ওরলি এলাকায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। 

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসিয়ান-ভারত ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য লাওসের উদ্দেশে রওনা হয়েছেন। তাই তার স্থানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রতন টাটার শেষকৃত্যে অংশ নিবেন। 

রতন টাটা ছয়টি মহাদেশের ১০০ টিরও বেশি দেশে টাটা গ্রুপের পরিচালিত ৩০টিরও বেশি কোম্পানি নিয়ন্ত্রণ করতেন। 

রতন টাটার নেতৃত্বের সময় টাটা গ্রুপ বেশ কয়েকটি বড় বিতর্কে জড়িয়ে পড়েছিল। ২০০৬ সালে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ন্যানো গাড়ি তৈরির কারখানা স্থাপন নিয়ে পশ্চিমবঙ্গে কৃষকদের প্রতিরোধের মুখে পড়ে টাটা গ্রুপ। পরে প্রকল্পটি বাতিল করতে বাধ্য হয় রাজ্য সরকার।

২০১২ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাইরাস মিস্ত্রি। ২০১৬ সালে তাকে পদ হারাতে হয়। পরে টাটা গ্রুপের বিরুদ্ধে সামন্ততান্ত্রিক আচরণের অভিযোগ তোলেন সাইরাস।

২০১০ সালে ভারতে টুজি সেক্টরে দুর্নীতি সংক্রান্ত কয়েকটি ভয়েস টেপ ফাঁস হয়। সেখানে কথোপকথনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে রতন টাটাও ছিলেন। ওই সময় টাটা গ্রুপের বিরুদ্ধে সরকারি নীতিকে প্রভাবিত করার অভিযোগ উঠে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh