আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম
আবর্জনা ভর্তি একটি বেলুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় প্রাঙ্গণে উড়ে এসে পড়েছে। দেশটি অভিযোগ করেছে, আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উত্তর কোরিয়া থেকে এই বেলুন পাঠানো হয়েছে।
সিউলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বেলুনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও তার স্ত্রীকে বিদ্রূপ করে লেখা প্রচারপত্রও ছিল।
দক্ষিণ কোরিয়ার কিছু গোষ্ঠী দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে। সাধারণত প্রচারপত্রভর্তি বেলুন, ডলার এবং কখনও দক্ষিণ কোরিয়ার পপ গান ও নাটকভর্তি ইউএসবি ড্রাইভের মাধ্যমে ছড়ানো হয় এসব অপপ্রচার। উত্তর কোরিয়ায় এসব নাটক ও গানের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।
এসব অপপ্রচারের প্রতিশোধ নিতে গত মে মাস থেকে উত্তর কোরিয়াও দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি বেলুন পাঠানো শুরু করেছে।
বার্তাসংস্থা এএফপিতে পাঠানো এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস বলেছে, আজ সকালে উত্তর কোরিয়া থেকে উড়ে আসা একটি বেলুন আকাশে বিস্ফোরিত হয়। পরে প্রেসিডেন্ট কার্যালয়ের আশপাশে এটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
সিকিউরিটি সার্ভিস আরও জানায়, নিরাপত্তা পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে এটি বিপজ্জনক কোনো ঝুঁকি বা দূষণ সৃষ্টি করেনি।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিউলে প্রেসিডেন্ট কার্যালয় প্রাঙ্গণে উত্তর কোরিয়া থেকে আসা বেলুন পড়ার ঘটনা ঘটল। কার্যালয়টি বিপুলসংখ্যক সেনাবেষ্টিত। এটির ওপর দিয়ে কোনো উড়োজাহাজ যাওয়ার অনুমতি নেই। কিন্তু ব্যাপক নিরাপত্তার মধ্যেও সেখানে উত্তর কোরিয়া থেকে আসা বেলুন ঢুকে পড়ল। এর আগে গত জুলাই মাসেও একই ঘটনা ঘটেছিল।
দক্ষিণ কোরিয়ার ডেইলি কোসানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলুনটি দক্ষিণ কোরিয়াবিরোধী প্রচারপত্র বহন করছিল। এসব প্রচারপত্রে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী কিন কিওন হিকে ব্যঙ্গ করা হয়।
প্রচারপত্রগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর ছবি ছিল। ছবিতে বিভিন্ন কথা লেখা ছিল। এর একটি ছিল এমন, ‘এটি দুর্ভাগ্যের যে প্রেসিডেন্ট ইউন ও তাঁর স্ত্রীর কোনো সন্তান নেই। দক্ষিণ কোরিয়া মূলত কিউন হির সম্রাজ্য।’
প্রেসিডেন্ট কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়ে আসার ঘটনা এমন সময় ঘটল, যার কয়েক দিন আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার কিছু গোষ্ঠীর বিরুদ্ধে পিয়ংইয়ংবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ তোলেন। এছাড়া তিনি এর ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কিম জং উন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh