
ফিলিপাইনের দুর্গত অঞ্চলে উদ্ধার কাজ চলছে। ছবি: সংগৃহীত
ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ট্রামির আঘাতে গত তিন দিনে অন্তত ৮১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ৬৬ জন। এখনও নিখোঁজ রয়েছে ৩৪ জন। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে।
ম্যানিলা টাইমস জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের তথ্যানুযায়ী,ঘূর্ণিঝড় ট্রামির কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ৮১ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩৪ জন। পুলিশ জানিয়েছে, ম্যানিলার দক্ষিণে বাতাঙ্গাস প্রদেশে ৪৭ জন নিহত হয়েছে। ম্যানিলার দক্ষিণ-পূর্বে বিকোল অঞ্চলে নিহত হয়েছে ২৮ জন। এ ছাড়াও ফিলিপাইনের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল বিকালে ফিলিপাইন কোস্ট গার্ড জানিয়েছে, এর কর্মীরা নয় বছর বয়সি এক শিশু ও এক মাস বয়সি এক শিশুকে উদ্ধার করেছে। চলতি বছর দেশটিতে আঘাত হানা ১১তম ঘূর্ণিঝড় এটি। এর ফলে দেশটির বিকোল ও ক্যালাবারজোন অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল আরও জানিয়েছে, দেশটিতে বুধবার আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে শুক্রবার পর্যন্ত অন্তত ১৫টি অঞ্চলের ২৬ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইলোকস অঞ্চল, কাগায়ান উপত্যকা, সেন্ট্রাল লুজন, মিমারোপা, পূর্ব ভিসায়াস, জামবোয়াঙ্গা উপদ্বীপ ও কারাগা থেকে প্রায় ২৪ হাজার ৯৮৮ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ফিলিপাইনের সশস্ত্র বাহিনীকে ত্রাণ তৎপরতায় সহায়তার নির্দেশ দিয়েছেন।