ইউক্রেন যুদ্ধে কত সেনা হারালো রাশিয়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘর্ষে পরিণত হয়েছে ইউক্রেন যুদ্ধ। তিন বছর ধরে চলা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে  উভয় দেশের নিহত ও হতাহত সেনাদের সংখ্যা বেড়ে চেলেছে।  

রাশিয়া কত সৈন্য হারিয়েছে এ যুদ্ধে? ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কিই দাবি করেন ২০২৪ সালে রাশিয়ার নিহত ও হতাহত সৈন্যের সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ।  

এদিকে, নতুন বছরের ২ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, গত বছর রাশিয়ার নিহত ও আহত সৈন্য সংখ্যা মোট ৪ লাখ ৩০ হাজার ৭৯০ ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়ার গড় দৈনিক ক্ষতি ১,১৮০ এবং প্রতি বর্গ কি.মি. দখল করতে গিয়ে হারাতে হয় প্রায় ১০৩ সেনা। সংবাদমাধ্যম আল জাজিরার বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 

বছরের শেষ দিকে রাশিয়ার ক্ষয়ক্ষতি তুলনামুলকভাবে বেড়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নভেম্বরে হতাহতের সংখ্যা ৪৫ হাজার ৭২০ এবং ডিসেম্বরে ৪৮ হাজার ৬৭০ সৈন্য হয়ত নিহত হয়েছে অথবা আহত হয়েছে। তবে, এদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়ে বা যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

এদিকে, স্বতন্ত্র রুশ ওয়েবসাইট মেডিয়াজোনা এর মতে, ১ জানুয়ারি ২০২৪ থেকে ১৭ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৪৮১ রুশ সৈন্য নিহত হয়েছে।

মেডিয়াজোনা রুশ সৈন্যদের নাম সংগ্রহ করে এবং এটি প্রমাণ করার জন্য মৃত্যুসংবাদ, আত্মীয়দের হৃদয়বিদারক পোস্ট, স্থানীয় কর্তৃপক্ষের বিবৃতি এবং অন্যান্য প্রতিবেদন ব্যবহার করে।

মেডিয়াজোনার মতে, ২০২৪ সালের সংখ্যাগুলো প্রাথমিকভাবে অনুমিত এবং এটি উল্লেখ করেছে যে গত বছরের যুদ্ধের সবচেয়ে প্রাণঘাতী বছর হয়ে উঠতে পারে। তবে এটি এখনো প্রমাণ করা সম্ভব নয়, কারণ হতাহতের তথ্য অনেক দেরিতে প্রকাশ করা হয়। সংবাদমাধ্যম আল জাজিরা এই সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

এদিকে, লন্ডনভিত্তিক থিঙ্ক ট্যাংক চ্যাথাম হাউসের রাশিয়া এবং ইউরেশিয়া প্রোগ্রামের সহযোগী ফেলো টিমোথি অ্যাশ বলেন, ‘এটি সম্ভবত রাশিয়ার মৃত্যুর সংখ্যা ১ লাখের বেশি।’ তবে ১৭ ডিসেম্বর ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডে-কে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় কমান্ডার সিরস্কিই জানিয়েছেন, ইউক্রেনে রুশ সৈন্যের সংখ্যা ক্রমাগত বাড়ছে। 

ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ওলেগ ইগনাটভ জানিয়েছেন, এমন মন্তব্য প্রশ্ন তুলছে যদি মস্কো এত বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়, তবে ইউক্রেনে রুশ সৈন্য সংখ্যা কীভাবে বাড়ছে? তিনি বলেন, ‘আমরা ঠিক জানি না, রুশ বাহিনীতে দ্রুততার সঙ্গে নতুন নতুন সেনা নিয়োগ ও মোতায়েনের ফলে এত বেশি হতাহতের প্রভাব যুদ্ধক্ষেত্রে তেমনভাবে পড়ছে না।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh