এবারও হাজিদের বিপদের কারণ হবে উত্তাপ

তীব্র গরমের কারণে কেবল গত বছরেই হজ পালন করতে গিয়ে ১ হাজার ৩০১ জন মারা গেছেন। চলতি বছরের হজে তাপমাত্রাজনিত পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কারণ গত বছরের তুলনায় তাপমাত্রা আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে এবং এ বছর হাজীর সংখ্যাও বাড়বে। 

জিও নিউজে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন- অবৈধভাবে হজ করতে আসা ব্যক্তিদের আসা ঠেকানো ও জনসমাগম নিয়ন্ত্রণে আরও যত্নশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সেবার মান আরও বাড়াতে হবে। 

গত বছর প্রায় ১৮ লাখ হাজী ইসলামের পঞ্চম স্তম্ভের একটি ‘হজ’ পালনে সমবেত হয়েছিলেন। লাব্বাইক ধ্বনিতে মুখরিত করেছিলেন আরাফার ময়দান। 

সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে, গত বছরের হজে মারা যাওয়া হাজিদের ৮৩ শতাংশেরই হজ করার যথাযথ পারমিট ছিল না। তারা যেই তাবুতে অবস্থান করেছিলেন, তীব্র গরমের মধ্যেও সেখানে শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। যদিও অনেক হজযাত্রী সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন।

২০২৪ সালের জুনে হজের সময় মক্কা নগরীতে ধারণকৃত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা ২০২৩ সালের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সে বছর ২ শতাধিক হজযাত্রী মারা গিয়েছিলেন। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্যমতে, ২০২৪ ছিল- তাপমাত্রা ধারণ শুরুর পর থেকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। 

গত বছর ৫৭ হাজারের বেশি বাংলাদেশী পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়েছিলেন। এর মধ্যে ৬৪ জন গরম ও অসুস্থতাজনিত কারণে মারা যান। তবে তাপমাত্রাজনিত কারণে এর মধ্যে কত জন মারা গেছেন- তা জানানো হয়নি। এর মধ্যে অনেকেই মক্কা নগরীর বাইরেও মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, মক্কায় ৫০ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন ও জেদ্দায় ২ জন মারা গিয়েছিলেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : হজ হাজি মক্কা

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh