Logo
×

Follow Us

অ্যাথলেটিক্স

এসএ গেমসে আরো দুই স্বর্ণপদক

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯, ১৬:১১

এসএ গেমসে আরো দুই স্বর্ণপদক

ফাতেমা মুজিব ও জিয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে আরো দুইটি সোনার পদক উপহার দিলেন ফাতেমা মুজিব ও জিয়ারুল ইসলাম।

নেপালে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের প্রতিযোগিতাটির ত্রয়োদশ আসরে এ নিয়ে আজ শনিবার তিনটি স্বর্ণ পেল বাংলাদেশ। 

এবারই প্রথম দক্ষিণ এশিয়ান গেমসে অন্তুর্ভুক্ত হয়েছে ফেন্সিং। কাঠমান্ডুর নয়াবাজার কৃতিপুরে মেয়েদের এককে ফাতেমা পেলেন প্রথম সোনা জয়ের স্বাদ। 

এ নিয়ে সাতটি সোনার পদক জিতল বাংলাদেশ।

পোখারায় ভারোত্তোলনে ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে আজ স্ন্যাচ (১২০ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪২ কেজি) মিলিয়ে ২৬২ কেজি তুলে সেরা হন জিয়ারুল ইসলাম।

তার আগে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেন মাবিয়া আক্তার সীমান্ত। স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ মোট ১৮৫ কেজি ওজন তুলে সেরা হন গত এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে সোনা জেতা এই ভারোত্তোলক।

এর পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদকও এনে দিয়েছেন দেশের ক্রীড়াবিদরা। এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৭।

আরো পড়ুন:

এসএ গেমসে ভারোত্তোলনে মাবিয়ার স্বর্ণ জয়

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫