Logo
×

Follow Us

অ্যাথলেটিক্স

আর্চারির দলগত রিকার্ভ থেকে এলো ২ সোনা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ১২:১৫

আর্চারির দলগত রিকার্ভ থেকে এলো ২ সোনা

নেপালে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে সবচেয়ে বেশি স্বর্ণজয়ের সম্ভাবনা নিয়ে নেপালে গেছে আর্চারি দল। সেই সম্ভাবনায় আলো ছড়িয়ে আর্চারির রিকার্ভে নারী ও পুরুষের দলগত দুটি ইভেন্টিই স্বর্ণ জিতেছে বাংলাদেশ দল। 

নেপালে প্রতিযোগিতাটির ত্রয়োদশ আসরে এ নিয়ে আজ রবিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ নয়টি স্বর্ণ জিতলো।

ফাইনালে শ্রীলঙ্কার মেয়েদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা জিতেছে ৬-০ সেট পয়েন্টে। এই ইভেন্টে বাংলাদেশের হয়ে লড়েন বিউটি রায়, মেহনাজ আক্তার মুনিরা ও ইতি খাতুন। শ্রীলঙ্কার হয়ে লড়েন থিসারি মাদুশিখা, রেহানা তায়াবালি ও মাইসা দিলহানি।

প্রথম সেট বাংলাদেশের মেয়েরা জিতে নেয় ৫১-৪৭ ব্যবধানে, দ্বিতীয় সেট জিতে যায় ৫৩-৪৮ ব্যবধানে আর শেষ সেটে ৫৫-৫২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

এর আগে দিনের শুরুতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়েই সোনা জেতে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

পোখারা স্টেডিয়ামের আর্চারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশ ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

প্রথম সেটে ৫৫-৫১ সেটে জেতে বাংলাদেশ। পরের সেটে অবশ্য হারে ৫৫-৫৭ পয়েন্টে। এরপর দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে বাংলাদেশ জেতে ৫৪-৫১ ব্যবধানে। এরপর ৫৪-৫৪ তে টাই হয়েছে। সব মিলিয়ে সোনা জিতেছে বাংলাদেশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫