Logo
×

Follow Us

খেলাধুলা

যৌন হেনস্তার দায়ে অলিম্পিক পদকজয়ী গ্রেফতার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২০, ২০:৩৬

যৌন হেনস্তার দায়ে অলিম্পিক পদকজয়ী গ্রেফতার

এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার হলেন অলিম্পিকে সিলভার পদকজয়ী ওয়াং কি-চুন। গত মার্চে অভিযোগ উঠার পর তদন্ত শেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কিছু তদন্ত কার্যক্রম সম্পন্ন করার পর আগামী সপ্তাহে এই মামলা প্রসিকিউটরে পাঠানো হবে বলে জানিয়েছে তারা।

দক্ষিণ কোরিয়ার দায়গো এলাকার পুলিশ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে।

ওয়াং কি-চুনের জন্য অবশ্য বিতর্কিত কাণ্ড ঘটানো নতুন কিছু নয়। ২০০৯ সালে নাইটক্লাবে এক মহিলার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে থাপ্পর মেরেছিলেন। অবশ্য দুই পক্ষের সমঝোতায় সেবার মামলা হয়নি।

২০১৪ সালে আরেকবার ওয়াং কি-চুন আলোচনায় আসেন সামরিক বাহিনীর নিয়ম ভেঙে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের সময় মোবাইল ফোন ব্যবহারের দায়ে তাকে আটদিনের ডিটেনশনে পাঠানো হয়েছিল।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে মেডেল (পদক) অর্জনকারী দক্ষিণ কোরিয়ার চার জুডোকার একজন ছিলেন ওয়াং। চোটে পড়ার পরও ছেলেদের ৭৩ কেজি ওজন শ্রেণিতে সিলভার জিতেছিলেন তিনি।

৩১ বছর বয়সী ওয়াং ২০০৭ এবং ২০০৯ সালে ওজন শ্রেণিতে বিশ্ব শিরোপা জেতেন। ২০১০ সালে জিতেন ব্রোঞ্জ। এছাড়া দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫