Logo
×

Follow Us

খেলাধুলা

নৌকাবাইচে আলীনগর ও চুনকুটিয়ার স্বর্ণ জয়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১৮:০৯

নৌকাবাইচে আলীনগর ও চুনকুটিয়ার স্বর্ণ জয়

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে রোইংয়ে (নৌকাবাইচ) পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছে আলীনগর রোইং ক্লাব আর নারী বিভাগে স্বর্ণ জিতেছে চুনকুটিয়া রোইং ক্লাব। 

শুক্রবার (৯ এপ্রিল) রাজধানীর হাতিরঝিলে দিনব্যাপী হয়েছে গেমসের রোইং (নৌকাবাইচ) ইভেন্ট। 

নারীদের বিভাগে অংশগ্রহণকারী তিনটি দলই ঢাকার। রৌপ্য জিতেছে ইউনিভার্সেল রোইং ক্লাব এবং ব্রোঞ্জ পেয়েছে নিউ ইয়ং স্টার রোইং ক্লাব।

নারীদের স্বর্ণ জয়ী দলের দলপতি চঞ্চলা রায় পদক পেয়ে বলেন, স্বর্ণ জিতেছি সেটা দারুণ খুশির। তবে অনুশীলনের সুযোগ পেলে বৈঠা হাতে আরো ভালো করতে পারতাম।’

পুরুষদের বিভাগে অংশ নিয়েছে পাঁচটি দল। স্বর্ণজয়ী আলীনগর রোইং  ক্লাবের দলপতি মনির হোসেন বলেন, করোনা শুরু হওয়ার পর গত দু’ বছর পানিতে বৈঠা হাতে নামা হয়নি। ঐতিহাসিক এই গেমসে খেলতে পেরে সরকার এবং ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। আগামীতে আরো আরো বড় আসরে দেশের জন্য খেলার স্বপ্ন দেখছি।’

পুরুষদের বিভাগে রৌপ্য জিতেছে নিউ গাজী ক্লাব আর ব্রোঞ্জ গেছে বরিশাল রোইং ক্লাবের কাছে। 



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫