Logo
×

Follow Us

খেলাধুলা

গিনেস বুকে ১৬তম রেকর্ড গড়লেন কনক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ২১:২০

গিনেস বুকে ১৬তম রেকর্ড গড়লেন কনক

রেকর্ড গড়ার সময় কনক কর্মকার ও তার দল। ছবি: সংগৃহীত

গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড ভাঙাগড়ায় খেলায় মেতেছেন বাংলাদেশে যুবক কনক কর্মকার। একটি দুটি নয় গুণে গুণে ১৬তম রেকর্ড গড়েছেন নোয়াখালির বাসিন্দা এই তরুণ তুর্কি।

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মত্ত থাকা এই নোয়াখালীর বাসিন্দাই এখন দেশের সর্বোচ্চ গিনেস রেকর্ডধারী ব্যক্তি।

সবশেষ রেকর্ডটি কনক ভেঙেছেন ভারতের এক নাগরিকের। কনক এবার নিজের করে নিয়েছেন পা দিয়ে এক মিনিটে সর্বোচ্চবার বল স্পর্শের রেকর্ড।

এক মিনিটে ১৯৮ বার পা দিয়ে বল স্পর্শ করেছেন কনক। রেকর্ডটি ছিল ভারতের এক ফুটবলারের। যিনি এক মিনিটে ১৭১ বার স্পর্শ করে গিনেস বুকে জায়গা করে নেন।

কনকের রেকর্ডটি গত বছরের ২৩ ডিসেম্বরই গিনেস কর্তৃপক্ষ স্বীকৃতি দেয়। তবে শনিবারই কাগজপত্র হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এই রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত কনক বলেন, ‘অনেকদিন পর আমি নতুন রেকর্ড দিয়ে ব্যাক করেছি। এটা আমার ১৬তম রেকর্ড। আমার পৃষ্ঠপোষক ওয়ালটন এবং আমার দলকে ধন্যবাদ জানাই।’

২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রথমবার গিনেস বুকে নাম লেখানোর যাত্রা শুরু করেছিলন কনক কর্মকার। ওই সালেই মোট ১০টি গিনেস রেকর্ড ভাঙেন এই ফুটবলার।

প্রথমবার কপালে ১ হাজার ১৫০টি কাগজের কাপ (গ্লাস) ৬৬ সেকেন্ড রেখে রেকর্ড গড়ে প্রথমবার রেকর্ডবুকে নাম লিখিয়েছিলেন ২১ বছরের এই যুবক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫