Logo
×

Follow Us

খেলাধুলা

এশিয়ান আর্চারিতে রুবেল-দিয়ার ইতিহাস

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ১৩:৪৭

এশিয়ান আর্চারিতে রুবেল-দিয়ার ইতিহাস

ছবি: সংগৃহীত

রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে হেরে রুপা জিতেছেন বাংলাদেশের রুবেল-দিয়া সিদ্দিকী জুটি। 

আর্মি স্টেডিয়ামের ফাইনালে কোরিয়ার রিউ সু জুং-লি সিউং ইউন জুটির কাছে ৫-১ সেটে হেরেছেন রুবেল-দিয়া। হারলেও কীর্তি গড়েছেন। বাংলাদেশের হয়ে এশিয়ান আর্চারিতে প্রথম রুপা এলো দুই তিরন্দাজের তির-ধনুকে। 

প্রথম দুই সেটে হেরে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। দুই সেটে রুবেল-দিয়ার স্কোর ছিল ৩২ ও ৩৩। কোরিয়ান দুই তিরন্দাজের স্কোর তুলেছেন ৩৮ ও ৩৯। 

তৃতীয় সেটে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও দেরি হয়ে গেছে ততক্ষণে। সমান ৩৮ স্কোরে সেট ড্র হওয়ায় ম্যাচ হেরে বসেন রুবেল-দিয়া। সোনা জয়ের স্বপ্নে শেষ পর্যন্ত রুপাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই তিরন্দাজকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫