অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২৪ এএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২৪ এএম
অনলাইন ডেস্ক
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
প্যারিস অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ের ৬৬ কেজি ক্যাটাগরিতে স্বর্ণ পদক জিতেছিলেন আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ। এরপর থেকেই তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়। স্বর্ণজয়ী এই বক্সারকে নিয়ে প্রতিযোগিতার অন্যরা সন্দেহ প্রকাশ করেন এবং তার লিঙ্গ নিয়েও প্রশ্ন ওঠে।
এক নারী প্রতিযোগী তো সরাসরিই ইমানে খেলিফকে পুরুষ বলে নিজের সন্দেহ প্রকাশ করেছিলেন। এরপর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা, উঠতে থাকে একের পর এক প্রশ্ন। আসলেই কি আলজেরিয়ান এই বক্সার পুরুষ ছিলেন?
সে সময় অলিম্পিক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি, যদিও তারা বলেছিল যে অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে ওই ঘটনার প্রায় তিন মাস পর জানা গেল, ইমানে খেলিফ আসলে নারী নন! মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী তিনি একজন পুরুষ।
সম্প্রতি ফরাসি এক গণমাধ্যম, ২৫ বছর বয়সী এই আলজেরিয়ান বক্সারের সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই দেখা গেছে ইমানে খেলিফ নারী নন, তিনি একজন পুরুষ। তাতেই তার জেতা স্বর্ণপদক ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এ রিপোর্ট প্রকাশের পর এতটুকু নিশ্চিত যে, ভবিষ্যতে এই বক্সার আর নারী ক্যাটাগরিতে কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। যদিও সামনে আসা এই রিপোর্ট কতটুকু সত্য তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
ফরাসি সাংবাদিক জাফফর আইত আওদিয়া ইমানে খেলিফের মেডিক্যাল রিপোর্ট সামনে এনেছেন। প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, খেলিফ ৫-আলফা রিডাক্টেস ডেফিসিয়েন্সিতে ভুগছেন। মেডিক্যাল রিপোর্টের অংশ এমআরআইতে বলা হয়েছে যে, খেলাফের জরায়ুর অভাব রয়েছে, অভ্যন্তরীণ শুক্রাশয় রয়েছে এবং একটি বর্ধিত ভগাঙ্কুরের মতো একটি ‘মাইক্রোপেনিস’ রয়েছে।
সেখানে আরও উল্লেখ রয়েছে যে, ক্রোমোজোম পরীক্ষাগুলো একটি এক্সওয়াই ক্রোমোজোম এবং অভ্যন্তরীণ অণ্ডকোষ রয়েছে, যেটা ফাইভ-আলফা রিডাক্টেস ঘাটতি হিসেবে পরিচিত এবং একটি হরমোন বিশ্লেষণ সাধারণ পুরুষ পরিসরের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা নির্দেশ করে।
এর আগে প্যারিস অলিম্পিকের ৬৬ কেজি ক্যাটাগরির নারী বক্সিংয়ের শেষ ১৬ এর লড়াইয়ে মুখোমুখি হয় ইতালিয়ান বক্সার অ্যাঞ্জেলা কারিনি ও ইমানে খেলিফ। ওই ম্যাচ শুরু হওয়ার ৪৬ সেকেন্ডের মধ্যেই অ্যাঞ্জেলা হার মেনে কাঁদতে কাঁদতে রিং ছেড়ে বেড়িয়ে যায়।
পরে ওই ম্যাচ নিয়ে অভিযোগ করে বলেন, ‘আমি আমার জীবনে কখনো এত জোরে আঘাত পাইনি।’
মূলত তিনি সবার আগে ইমানেকে পুরুষ বলে প্যারিসে সন্দেহ পোষণ করেন। যদিও আলজেরিয়ান এই বক্সার পরে ঐ ক্যাটাগরির ফাইনালে চাইনিজ বক্সার ইয়াং লিউকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল। সে সময় আইওসি নিশ্চিত করে জানিয়েছিল আলজেরিয়ান বক্সারের লিঙ্গ নিয়ে কোন সন্দেহ নেই তিনি নারী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh