মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ, উভয় পাইলট নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১৮:৪৩

প্রতীকী ছবি
অস্ট্রেলিয়ায় উড্ডয়নের একটু পরই মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় এই ঘটনা ঘটে। তবে হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনাটি ঘটেছে ক্যামবালিনের মাউন্ট অ্যান্ডারসন স্টেশনের কাছে। এটি রাজ্যটির কিম্বার্লি অঞ্চলের একটি ছোট শহর।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জরুরি পরিষেবা সংস্থাকে দুর্ঘটনা সম্পর্কে প্রথম অবহিত করা হয়।
পুলিশ বলেছে, “প্রাথমিক আলামত নির্দেশ করছে উড্ডয়নের একটু পরই দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে দুটি হেলিকপ্টারেই শুধুমাত্র পাইলটরা ছিলেন।”
তবে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে হেলিকপ্টারে কারা ছিলেন এবং তারা কতটা আহত হয়েছেন সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
কিন্তু অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসি জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারের দুই পাইলট নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের বয়স ২৯; আরেকজনের ৩০ বছর। সংঘর্ষের পর দুই হেলিকপ্টারের পাইলট মারাত্বকভাবে আহত হন। এরপর তাদের দুইজনেরই মৃত্যু হয়।