Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ‘ট্রাম্পপন্থি’দের হারিয়ে ফের জয়ী লেবার পার্টি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:৩৫

অস্ট্রেলিয়ায় ‘ট্রাম্পপন্থি’দের হারিয়ে ফের জয়ী লেবার পার্টি

দ্বিতীয় মেয়াদে জয়ী হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজে। ছবি: এএফপি

টানা দ্বিতীয় মেয়াদে জাতীয় নির্বাচনে জয় পেল অস্ট্রেলিয়ার লেবার পার্টি। ২০০৪ সালের পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে চলেছেন অ্যান্থনি আলবানেজ।

বিবিসি জানিয়েছে, নির্বাচনে ১৫০টি আসনের মধ্যে ৮৬টি আসন জিতেছে লেবার পার্টি। অন্যদিকে পিটার ডাটনের নেতৃত্বে বিরোধী জোট পেয়েছে ৪০টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১০ টি আসন। নির্বাচনে ভোট দিয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ নাগরিক।

লেবার পার্টির এই জয়কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থি রক্ষণশীল লিবারেল পার্টির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দলটি ট্রাম্পকে অনুসরণ করে ‘মেইক অস্ট্রেলিয়া গ্রেট এগেইন’ স্লোগান দিয়েছিল।

শনিবার নির্বাচনের ফলের পর আলবানেজ বলেন, “অস্ট্রেলিয়ার জনগণ আমাদের মূল্যবোধের জন্য ভোট দিয়েছে। তারা আশাবাদ ও সবার জন্য সুযোগের জন্য ভোট দিয়েছে। বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়রা আশা ও দৃঢ় সংকল্পকে বেছে নিয়েছে।”

এদিকে নির্বাচনে হেরে যাওয়ার পর সমস্ত দায় নিজের প্রতি নিয়েছেন বিরোধী নেতা পিটার ডাটন। নিজের আসনেও লেবার পার্টির প্রার্থী আলি ফ্রান্সের কাছে হেরেছেন তিনি। ২০১১ সালে এক দুর্ঘটনায় পা হারান আলি। পরে তিনি প্রতিবন্ধীদের সেবা করার জন্য রাজনীতিতে আসতে অনুপ্রাণিত হন।

নির্বাচনের প্রচারে অল্প খরচে শিশু সেবা ও প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আলবানেজ। একই সঙ্গে নতুন দক্ষতা শিখতে চায় এমন কর্মীদের জন্য সরকারি সহায়তা দেওয়ার কথাও বলেছিলেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনের আগে গৃহায়ন, স্বাস্থ্য, অর্থনীতি, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে বড় ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল লেবার পার্টি।





Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫