Logo
×

Follow Us

বাংলাদেশ

বগুড়ার দুই আসনেই মনোনয়ন বাতিল হিরো আলমের

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৫২

বগুড়ার দুই আসনেই মনোনয়ন বাতিল হিরো আলমের

হিরো আলম। ছবি: সংগৃহীত

স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে লড়াইয়ের অনুমতি পেলেন না হিরো আলম। বগুড়ার ৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। 

আজ রবিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

তিনি বলেন, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের এক শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনেও আলোচিত হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র তোলেন। গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আপিল করলে নির্বাচন কমিশন শুনানির পর তা বাতিল করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫