Logo
×

Follow Us

বাংলাদেশ

‘আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর’ পদক পেলেন প্রধানমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১৯:৪৯

‘আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর’ পদক পেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডায়াবেটিস বিষয়ক আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর পদক ও সম্মাননা গ্রহণ করেছেন। ছবি: সংগৃহীত

ডায়াবেটিস এবং অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ‘আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ পদক পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পর্তুগালের লিসবনে ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত আইডিএফ ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমবারের মতো ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডর-এর সম্মানসূচক খেতাব দেয়া হয়েছিল।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সরকারি বাসভবন গণভবনে তার হাতে এই পদক তুলে দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বাণী লেখক মো. নজরুল ইসলাম।

এর আগে প্রধানমন্ত্রী একই বছরের আগস্ট মাসে ঢাকায় গণভবনে আইডিএফ সভাপতি অধ্যাপক আখতার হুসেনের সঙ্গে সাক্ষাতের সময় এই উপাধি গ্রহণ করেন। লিসবনে আইডিএফ ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তার পক্ষে এই খেতাব গ্রহণ করেন।

গণভবনে পদক ও সম্মাননাপত্র তুলে দেয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন এবং সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫