মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৩১ মামলা, গ্রেপ্তার ৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১১:১৩
-63bf9c8a0c944-63c4dce3f38f6.jpg)
পুলিশের অভিযান। ছবি: ফাইল
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ রবিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে আজ সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১ হাজার ৭৩৫ ইয়াবা, ৪১৫ দশমিক ২৫ গ্রাম হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল, ৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ১৬০টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।