Logo
×

Follow Us

বাংলাদেশ

যুবকরাই দেশের ভবিষ্যৎ শক্তি: অতিরিক্ত আইজিপি

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ১৭:৩০

যুবকরাই দেশের ভবিষ্যৎ শক্তি: অতিরিক্ত আইজিপি

কম্বল বিতরণকালে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুনসহ অন্যরা। ছবি: সংগৃহীত

আমাদের যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে উল্লেখ করে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, ‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে সুশিক্ষা ও কারিগরি দক্ষতা প্রদানের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ তারাই দেশের ভবিষ্যৎ শক্তি।’

আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী গ্রামে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন।

নারায়ণগজ্ঞ পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ওসি ডিবি) নজরুল ইসলাম এর আয়োজনে ও পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আলম তানভীর, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ, ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, স্থানীয় মহসিন খান মন্টু, দেলোয়ার সারেং, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান প্রমুখ।

ইউএনও শরীফুল আলম তানভীর বলেন, এই এলাকাকে আমি নিজের এলাকার মতো মনে করেই কাজ করছি। এলাকার কৃতি সন্তানরা আরও এগিয়ে এসে উন্নয়ন ত্বরান্বিত করবেন- এটা মানুষের প্রত্যাশা।

উপজেলা চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ বলেন, এলাকার সবচেয়ে বড় সমস্যা মাটি কাটা। এটি বন্ধ করতে হলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

প্রতিবারের মতো এবারও নাজমা হারুন সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ৫ শ কম্বল দুঃস্থ নারী ও পুরুষের মধ্যে বিতরণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫