Logo
×

Follow Us

বাংলাদেশ

‘রাষ্ট্রদূত তৌহিদুলের পেছনে একটা মেয়েকে লাগিয়ে দেয় শত্রুরা’

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১৯:১৪

‘রাষ্ট্রদূত তৌহিদুলের পেছনে একটা মেয়েকে লাগিয়ে দেয় শত্রুরা’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাষ্ট্রদূত তৌহিদুল ইসলামকে হেয় করতে এবং তার বিরুদ্ধে বদনাম ছড়ানোর জন্য একটি মেয়েকে পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল। ইতালির মিলানে কনসাল জেনারেল থাকা অবস্থায় তিনি কূটনীতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ভিয়েনা সরকার তাকে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করতে রাজি হয়নি।

আজ শনিবার (২১ জানুয়ারি) সিলেটে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘হি ইজ এ ভেরি গুড অফিসার। আমি যদ্দিন আছি, আই উইল ডিফেন্ড হিম।’

উল্লেখ্য, বর্তমানে তৌহিদুল সিঙ্গাপুরে রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন। তাকে বাংলাদেশ সরকার অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত মনোনীত করলেও ভিয়েনা সেই প্রস্তাব ফেরত পাঠিয়েছে। পরে গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অস্ট্রিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি লিখে তৌহিদুলকে গ্রহণের অনুরোধ জানান। তারপরও গ্রহণ করা হয়নি।

এদিকে অস্ট্রিয়া সরকারের গ্রহণ না করা রাষ্ট্রদূত তৌহিদুল ইসলামের পক্ষ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৌহিদুলকে আমরা ভিয়েনাতে দিতে চাই। সেখানে মাল্টি নেচারাল কাজ রয়েছে। 

এসময় তৌহিদুল সম্পর্কে মোমেন বলেন, তিনি যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয়, তখন সারা বাংলাদেশের মধ্যে প্রথম হন। তারপরে তিনি তার ব্যাচের ফার্স্ট বয় ছিলেন। তিনি অত্যন্ত ভালো, তুখোড় মেধাবী ছেলে। তৌহিদুল যখন প্রথমবার কাউন্সেলর হিসেবে ইউএনও-এ যান সেখানে থেকেই তাকে কিভাবে টেনে নিচে নামানো যায়, তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজন ও তারই বন্ধুবান্ধবরা কন্টিনিউয়াসলি ষড়যন্ত্র চালিয়ে গেছেন।

তিনি বলেন, আমাদের দেশে এই একটা ক্যারেক্টার রয়েছে, আমরা খালি মানুষকে নিচে নামানোর জন্য উঠেপড়ে লাগি। আর মিডিয়াও ওই লাইনেই আছে। উপরে ওঠানোর চেষ্টা করে না, খালি নামানোর জন্য।

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মিলানে কনসাল জেনারেল থাকা অবস্থায় তৌহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারী সহকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ ছিল। কূটনৈতিক প্রক্রিয়ায় সেই বিষয়টিই জানতে চেয়েছিল ভিয়েনা। 

তবে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ওই ঘটনা নিয়ে বিস্তর তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

তিনি জানান, মিলানে তৌহিদুলের বিরুদ্ধে অভিযোগ উঠার পর তাকে উইথড্র করা হয়, সাসপেন্ড করা হয়, অনেক ইনভেস্টিগেশন করা হয়, সরকারের অনেক টাকা, আপনাদের টাকা খরচ করা হয়। পরে দেখা যায়, এক্কেবারে বানোয়াট। তারপর তার প্রমোশন হয়, তারপর তিনি অ্যাম্বাসেডর হন। এখন তার বিরুদ্ধে আবার লাগছে তার শত্রুরা। আর না হয় পত্রিকায় এগুলো গেল কীভাবে?

উল্লেখ্য, ২০২১ সালের জুলাই থেকে ভিয়েনা মিশনে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদ শূন্য রয়েছে। সেখানেই তৌহিদুলকে রাষ্ট্রদূত হিসেবে পাঠাতে চায় সরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫