Logo
×

Follow Us

বাংলাদেশ

যুদ্ধাপরাধ: ময়মনসিংহের ৬ আসামির বিরুদ্ধে রায় আগামীকাল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৪:০৪

যুদ্ধাপরাধ: ময়মনসিংহের ৬ আসামির বিরুদ্ধে রায় আগামীকাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: ফাইল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশালের ছয় আসামির বিরুদ্ধে আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আসামিরা হলেন- মো. মোখলেসুর রহমান মুকুল, মো. সাইদুল রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মো. সুলতান মাহমুদ ফকির এবং নাকিব হোসেন আদিল সরকার।

আজ রবিবার (২২ জানুয়ারি) বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। 

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ও ব্যারিস্টার তাপস কান্তি বল।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ২৬ জানুয়ারি তদন্ত শুরু হয়। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

এরপর ২০১৮ সালের ১২ জুলাই অভিযোগপত্র দাখিল এবং একই বছরের ২ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা-ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে মোট ৬টি চার্জ গঠন করা হয়।

২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় ২০২০ সালের ৫ জানুয়ারি। মোট সাক্ষ্য দেন ১৯ জন। ২০২২ সালের ৫ ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক শেষ হলে মামলাটি যে কোনোদিন রায়ের জন্য অপেক্ষা রাখা হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫