Logo
×

Follow Us

বাংলাদেশ

বাসচাপায় ছাত্রী নিহত: চালক-সহকারী ২ দিনের রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩

বাসচাপায় ছাত্রী নিহত: চালক-সহকারী ২ দিনের রিমান্ডে

অভিযুক্ত বাসের চালক মো. লিটন (বাঁয়ে) ও সহকারী মো. আবুল খায়ের। ছবি: সংগৃহীত

রাজধানীতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়া নিহতের ঘটনায় অভিযুক্ত ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসের চালক ও তার সহকারীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এই আদেশ দেন। বাসের চালকের নাম লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের।

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা ভাটারা থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আল ইমরান রাজন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে এসময় আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

গতকাল রবিবার দুপুর ১টার দিকে রাজধানীর বারিধারায় যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়া। সে দুই সপ্তাগ আগে প্রতিষ্ঠানটির ফার্মেসি বিভাগের প্রথম বর্ষে ভর্তি হন।

পরে রাতেই নিহত নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় এ একটি মামলা দায়ের করেন।

পরে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে অভিযুক্ত ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসের চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫