Logo
×

Follow Us

বাংলাদেশ

মগবাজারে বিস্ফোরণের রহস্য উন্মোচিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ২২:১৪

মগবাজারে বিস্ফোরণের রহস্য উন্মোচিত

ঘটনাস্থলের ছবি। ছবি: সংগৃহীত

একদিনের মধ্যেই রাজধানীর মগবাজারে ময়লার ড্রামে বিস্ফোরণের কারণ বের করতে সফল হয়েছে পুলিশ। পরিত্যক্ত ময়লার ড্রামে শক্তিশালী হাতবোমা ও বিস্ফোরক থাকার কারণে ওই বিস্ফোরণের ঘটান ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রীয়করণ দলের এডিসি রহমত উল্লাহ চৌধুরী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় সড়কে রাখা পরিত্যক্ত ড্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে পথচারীসহ কমপক্ষে পাঁচজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন পথচারী সাইদুল ইসলাম (৩৫), আবু কালাম (২৫), মো. শাহিন (৩০), মো. তারেক (২০) এবং কিশোর আতিকুল ইসলাম আকিল (১৫)।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোমা নিষ্ক্রীয়করণ দলের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে এটা নিশ্চিত হওয়া গেছে, ড্রামটি সড়ক বিভাজকের ওপরে ছিল। সেটি একজন সরিয়ে নেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধরন এবং ঘটনাস্থল থেকে পাওয়া আলামত পরীক্ষায় দেখা গেছে, ওই ড্রামে শক্তিশালী হাতবোমা ও বিস্ফোরক ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫