Logo
×

Follow Us

বাংলাদেশ

কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ১৮:২৫

কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুজ্বরে আক্রান্তরা। ছবি: সংগৃহীত

সারাদেশে ক্রমেই কমে আসছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র দুজন। দুজনই ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি। এর আগের দির ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে যান আট জন। 

আজ শুক্রবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৩২ জন ঢাকার মধ্যে এবং ১৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ২৫২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৭৩ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ৪৬৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২১৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ২৫২ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। আর ২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫