Logo
×

Follow Us

বাংলাদেশ

মগবাজারের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা মেলেনি: সিটিটিসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ১৬:৫৩

মগবাজারের বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা মেলেনি: সিটিটিসি

মগবাজারের বিস্ফোরণস্থল। ছবি: ফাইল

রাজধানীর মগবাজারে একটি ওষুধের দোকানের সামনে প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণের ঘটনায় কোনো ধরনের জঙ্গি সংশ্লিষ্টতা মেলেনি বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সিটিটিসি প্রধান বলেন, এ বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা আমরা পাইনি। কেউ হয়তো ট্রানজিট পয়েন্ট হিসেবে সেখানে ককটেলগুলো রেখেছিল। জর্দার কৌটা দিয়ে দেশীয় পদ্ধতিতে ককটেলগুলো তৈরি করা হয়েছিল।

জানা যায়, গত ২৩ জানুয়ারি সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মগবাজার এলাকায় একটি ওষুধের দোকানের সামনে ও উজ্জ্বল হোটেলের পাশে প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হন।

আহতরা হলেন—সাইফুল ইসলাম (৩৬), মো. তারেক (২০), আবুল কালাম (২৫) ও মো. শাহীন (৩০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে সিটিটিসি প্রধান বলেন, আমরা ধারণা করছি, কেউ হয়তো বিস্ফোরকটি রেখে গিয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫