Logo
×

Follow Us

বাংলাদেশ

‘শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন, আমিও এমপি হবো’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৭

‘শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন, আমিও এমপি হবো’

১৪ দলীয় জোটের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। ছবি: সংগৃহীত

১৪ দলীয় জোটের শরিক দল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হবেন, আমিও এমপি হবো।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন বৈঠক শুরু হয়।

সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, নির্বাচনে বিএনপি আসুক আর না আসুক, তাতে কিছুই আসে যায় না। ১৪ দলীয় জোট নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে আজকের প্রধানমন্ত্রী যেমন আবার প্রধানমন্ত্রী হবেন। আমিও তরিকত ফেডারেশনের পক্ষ থেকে এমপি হবো। এ ব্যাপারে কোনো ভুল নেই। তখন হয়তো আমি আমার বাকি কাজ সম্পন্ন করবো।

নজিবুল বশর বলেন, আমার কাছে যতটুকু খবর আছে, আগামী আগস্ট মাস থেকে তারা (বিএনপি- জামায়াত) আবার খুনোখুনি শুরু করবে। তাদের ষড়যন্ত্র সেইভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেশ অন্যদিকে নিয়ে যেতে চায়। এ ব্যাপারে সরকারকে সচেতন থাকার জন্য বলছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫