Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনা: মৃত্যুহীন দিনে শনাক্ত ৯

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১২

করোনা: মৃত্যুহীন দিনে শনাক্ত ৯

করোনা পরীক্ষার নমুনা সংগৃহ। ছবি: ফাইল

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; তবে এই সময়ে কেউ মারা যায়নি।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট এক হাজার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৬৬৪ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৩০৪ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৯৬ হাজার ৫৬১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫