মৃত্যুহীন দিনে ডেঙ্গু আক্রান্ত ১৩ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৩

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। ছবি: ফাইল
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১৩ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চার জন ও ঢাকার বাইরে নয় জন ভর্তি হয়েছেন।
এছাড়া বর্তমানে সারা দেশে ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ও ঢাকার বাইরে ২৫ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৪৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩০৯ জন ও ঢাকার বাইরে ৩৩৫ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৯৪ জন। এর মধ্যে ঢাকায় ২৮৭ ও ঢাকার বাইরে ৩০৭ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আকা্রন্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা