Logo
×

Follow Us

বাংলাদেশ

যে কারণে মোহাম্মদপুর-মিরপুরে বিদ্যুৎ বিভ্রাট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২২

যে কারণে মোহাম্মদপুর-মিরপুরে বিদ্যুৎ বিভ্রাট

ফাইল ছবি।

রাজধানীর আমিনবাজার থেকে আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোভোল্টের (কেভি) গ্রিড লাইন বিকল হয়ে যাওয়ায় মোহাম্মদপুর ও মিরপুর এলাকাসহ ঢাকা শহরের পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৫০ মিনিটে এই ত্রুটি দেখা দেয়ার পর ওইসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তারা।

পিজিসিবির জনসংযোগ কর্মকর্তা বদরুদ্দোজা সুমন বলেন, ‘ভোর ৫টা ৫০ মিনিটে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘন কুয়াশার কারণে অনেক সময় বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সিস্টেমের প্রযুক্তিগত ত্রুটি নয়।’

একটি সূত্র জানায়, সঞ্চালন লাইনে বিপুল সংখ্যক চিল বসেছিল। সেগুলোর উড়োউড়ির কারণে সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়।

বদরুদ্দোজা সুমন জানান, পিজিসিবির প্রকৌশলীরা ট্রান্সমিশন টাওয়ার যাচাই করে সিস্টেমটি পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করেন। সকাল ১০টা ৩৮ মিনিটে সিস্টেমটি পুনরুদ্ধার করেছেন তারা। এখন সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও ঢাকা সেনানিবাসসহ নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহের অন্যতম প্রধান উৎস আমিনবাজার-মোহাম্মদপুর গ্রিড লাইন। নিয়মিত গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকলেও এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় বিকল্প উৎসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।

ডিপিডিসির (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) মোহাম্মদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, সকাল ১০টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫