
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
চার দিনের সফরে আজ কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ মার্চ) সকাল ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জানা গেছে, স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে তিনি এ সফরে যাচ্ছেন। তবে সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও এই সফরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকের কথা রয়েছে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও। আলোচনায় গুরুত্ব পাবে জ্বালানি খাতে সহযোগীতাসহ দ্বিপক্ষীয় নানা ইস্যু।
আরও জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগামী ৮ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।
সম্মেলনে যোগদানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি মহাপরিচালক সেহেলি সাবরিন বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে। এবারের স্বল্পোন্নত সম্মেলনে অংশগ্রহণের পর পরবর্তীতে এ জাতীয় সম্মেলনে আর অংশ নেবে না বাংলাদেশ।
উল্লেখ্য, ২০২১ সালে নভেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়।