
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গা। ছবি: সংগৃহীত
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগণের দেখভালে চলতি বছরে ৮৭৬ মিলিয়ন ডলার দেবে জাতিসংঘ। এর মধ্যে ৮০৮ মিলিয়ন ডলার কক্সবাজারে এবং বাকি ৬৮ মিলিয়ন ভাষানচরে ব্যয় করা হবে।
আগামীকাল মঙ্গলবার (৭ মার্চ) জাতিসংঘের প্রধান কার্যালয় জেনেভায় এই খরচের তালিকা ঘোষণা হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, এই অর্থ সহায়তার সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে খাদ্য নিরাপত্তায়। কক্সবাজারের ক্যাম্পগুলোতে এই খাতে লাগবে ২৩৪ দশমিক ৮ মিলিয়ন ডলার। আশ্রয়খাতে ১৬০ দশমিক ৭ মিলিয়ন, স্বাস্থ্যে ৯৭ দশমিক ৩ , পানি ও স্যানিটেশনে ৭৮ দশমিক ৮, নিরাপত্তায় ৭৬ দশমিক ৬, শিক্ষায় ৭১ এবং পুষ্টির জন্য বরাদ্দ ৪০ মিলিয়ন ডলার। এছাড়া, অন্যান্য খাতে ধরা হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, ২০২৩ সালের জাতিসংঘের জয়েন্ট রেসপন্স প্ল্যানে ভাষানচরের রোহিঙ্গাদের জন্য আলাদাভাবে আটটি খাতে খরচ ধরা হয়েছে, ৬৭.৪ মিলিয়ন ডলার।