Logo
×

Follow Us

বাংলাদেশ

গ্যাস থেকে বিস্ফোরণ হয়নি: তিতাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১৬:৫৪

গ্যাস থেকে বিস্ফোরণ হয়নি: তিতাস

গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণ। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণ গ্যাসের কারণে হয়নি বলে মনে করেন তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. সেলিম। 

আজ বুধবার (৮ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রকৌশলী মো. সেলিম বলেন, গতকাল এই সংবাদ পাওয়ার পরে ৩ পর্যায়ে আমরা তদন্ত করতে যাচ্ছি। আমরা র‌্যাবের সঙ্গে তদন্ত করছি। গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে গ্যাসের আলামত নেওয়ার চেষ্টা করছি। এই বিল্ডিংয়ে আমাদের একটি রাইজার পেলাম। কিন্তু রাইজারটি ক্ষতিগ্রস্ত হয়নি, অক্ষত আছে।

তিনি আরো বলেন, গ্যাস ডিটেক্টর মেশিনে যে আলামত পাওয়া গেছে, তাতে বিস্ফোরণ হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। জিরো রেটিং পাওয়া গেছে। তিতাস গ্যাসের পক্ষ থেকে আমরা বলতে পারি যে, লাইন অক্ষত আছে। প্রাথমিকভাবে আমরা বলতে পারি গ্যাস থেকে হয়নি,' বলেন সেলিম।

তিতাস গ্যাসের এই পরিচালক বলেন, অধিকতর তদন্তে কী পাওয়া যাবে সেটা বলতে পারব না। আমাদের ধারণা গ্যাস থেকে হয়নি।

এর আগে, গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাত তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক। কয়েকজন নিখোঁজ রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫