Logo
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীর আরমানিটোলায় আবাসিক ভবনে আগুন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৯:৫১

রাজধানীর আরমানিটোলায় আবাসিক ভবনে আগুন

আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

রাজধানীতে অগ্নিকাণ্ড-বিস্ফোরণ যেনো থামছেই না। একের পর এক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। এবার ঢাকার আরমানিটোলায় মাঠের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আগুনে লাগার কারণ ও হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫