
আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত
রাজধানীতে অগ্নিকাণ্ড-বিস্ফোরণ যেনো থামছেই না। একের পর এক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। এবার ঢাকার আরমানিটোলায় মাঠের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আগুনে লাগার কারণ ও হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।