Logo
×

Follow Us

বাংলাদেশ

বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ ৫৩২৯ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১৯:৩০

বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ ৫৩২৯ জন

বাংলাদেশ বার কাউন্সিল ভবন। ছবি: সংগৃহীত

আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩২৯ জন। তবে উইথহেল্ড বা স্থগিত রাখা হয়েছে ২০ জনের ফল।

গত বৃহস্পতিবার (৯ মার্চ) সংস্থার সচিব জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২০ জনের ফল স্থগিত রাখা হয়েছে। ফল স্থগিত প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষয় অংশ নেন। গত বছরের ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার প্রকাশিত হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫